মালদা

বামনগোলা ও হবিবপুরে ধিক্কার মিছিল

 

সারা রাজ্যের সাথে মালদা জেলার বামনগোলা ও হবিবপুরেও আর জি কর ঘটনার প্রতিবাদে পথে নামল গ্রামবাসীরা।

    সোমবার রাতে আর জি কর ঘটনাকে ঘিরে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তরফে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে পাকুয়াহাট গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা অংশ নেন। এদিন মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। সকল গ্রামবাসীরা আর জি কর ঘটনায় দোষীদের ফাঁসির দাবি জানাতে থাকেন।

 

    অপরদিকে হবিবপুর ব্লকেও আর জি কর ঘটনাকে ঘিরে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের তরফে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিনের এই ধিক্কার মিছিলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাতে থাকে।